ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় মেয়েকে হত্যা করে বাবার আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
খুলনায় মেয়েকে হত্যা করে বাবার আত্মহত্যা

খুলনা: খুলনায় প্রতিবন্ধী মেয়ে সুমাইয়া অরিনকে (১৭) হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন মোস্তফা কামাল (৫২) নামে এক  বাবা।
নগরীর ৮ আহসান আহমেদ রোডে এ ঘটনা ঘটে।



বুধবার (০৬ জানুয়ারি) খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার (০৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টা থেকে বুধবার (০৬ জানুয়ারি) সকাল ৭টার মধ্যে যে কোনো সময় এ ঘটনা ঘটতে পারে। তবে কিভাবে এবং কেন তা হয়েছে এ বিষয়ে কিছু জানা যায়নি।

নিহত মোস্তফা কামাল খুলনায় পারমানবিক শক্তি কমিশনে  চাকরি করতেন বলে পুলিশ  জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
এমআরএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।