ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় গুলি করে ২৮লাখ টাকা ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৬
ফতুল্লায় গুলি করে ২৮লাখ টাকা ছিনতাই

নারায়াণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির গাড়ি আটকে চালকসহতিনজনকে গুলি করে ২৮ লাখ ৪৭ হাজার ছিনতাই করেছে সংঘবদ্ধছিনতাইকারীরা।

এ সময় একজন গুলিবিদ্ধ ও সঙ্গে থাকা অপর দুইজনকে ধারালো অস্ত্রেরআঘাতে আহত হন।



মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কের ফতুল্লারকাশীপুর দেওয়ান বাড়ি এলাকাতে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গাড়ি চালক রজ্জব আলী (৪৮) গুলিবিদ্ধ হয়েছেন। অপর দুইজন নিরাপত্তা প্রহরী আবুল বাশার (৪৫) ও অ্যাকাউন্ট অফিসার রমিজউদ্দিন(৪০) ধারালো অস্ত্রেরকোপে আহত হয়েছেন।

আহতরা জানান, দুপুরে তারা গাড়িতে করে ফতুল্লায় সোশ্যাল ইসলামি ব্যাংক শাখা থেকে ২৮ লাখ ৪৭ হাজার টাকা উত্তোলন করে তাদের কোম্পানির নিজস্ব হাই এস গাড়িতে করে মুন্সিগঞ্জ যাচ্ছিলেন। পথে দু’টিমোটরসাইকেলে করে আসা ৪/৫ জন ছিনতাইকারী গাড়ি আটকানোর চেষ্টা করে। বাধা দিলে রজ্জব আলীকে লক্ষ্য করে গুলি ও অপর দুইজনকেকুপিয়ে জখম করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। গুলিবিদ্ধ ও আহতদেরনারায়ণগঞ্জ শহরের খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।

ফতুল্লা মডেল থানারভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।