ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৬
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।



মঙ্গলবার (০৫ জানুয়ারি) সকালে উপজেলার দোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, পিরোজপুরের জিয়ানগর উপজেলার কালাইয়া গ্রামের এলাকার হিরন্ময় হালদারের ছেলে চিন্ময় হালদার (৪০) ও মোরেলগঞ্জ উপজেলার আমতলা গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে হাফিজুর মোল্লা (৩৫)।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বাংলানিউজকে বলেন, নিহত দু’জনই মোটরসাইকেল চালক। আহত গোপাল হালদার, নুপুর হালদার ও আব্দুল্লাহ আল মামুনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৫ আপডেট সময়: ১০৪০ ঘণ্টা.
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।