ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গ্যাসের পাইপে আগুন লেগে না’গঞ্জে দগ্ধ ৫

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৬
গ্যাসের পাইপে আগুন লেগে না’গঞ্জে দগ্ধ ৫

ঢাকা: নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় একটি ডাইং কারখানায় গ্যাসের পাইপে আগুন লেগে পাঁচজন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (০৫ জানুয়ারি) রাত পৌনে ১টার দিকে ফতুল্লা পোস্ট অফিসের পাশে আমিন ডাইংস’র কারখানায় এ ঘটনা ঘটে।



দগ্ধ রাসেলের (২৩) শরীরের ১৪ শতাংশ, ইয়াসিনের (২১) ২৩ শতাংশ, জালালের (২৫) ২৫ শতাংশ পুড়ে গেছে। এছাড়াও সাব্বির (২০) ও নান্নু (২৮) নামে আরও দুইজন দগ্ধ হয়েছেন।

তাদের সহকর্মী মামুন জানান, রাতে কারখানায় কাজ করার সময় গ্যাসের পাইপে আগুন লেগে গেলে পাঁচ জন ‍দগ্ধ হন। প্রথমে তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়, সেখানে অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

মেডিকেল ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস জানান, বর্তমানে দগ্ধ পাঁচজন হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৬
এজেডএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।