ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীর দক্ষিণখানে ছেলের সামনে ব্যবসায়ীকে গুলি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৬
রাজধানীর দক্ষিণখানে ছেলের সামনে ব্যবসায়ীকে গুলি

ঢাকা: রাজধানীর দক্ষিণখান এলাকায় সাত বছর বয়সী ছেলের সামনে শফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (০৪ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১১টার দিকে শফিকুলের প্রতিবেশী কামাল হোসেন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।



এর আগে ১৬৮/২ আশকোনা মেডিকেল রোডে এ ঘটনা ঘটে।

শফিকুল জানান, ছেলে আলভীর বাই সাইকেলে মেরামত করানোর জন্য তারা মেডিকেল রোডে যান। এ সময় অজ্ঞাতপরিচয় দুই দুর্বৃত্ত পায়ে হেঁটে এসে তাকে গুলি করে পালিয়ে যায়।

তবে কারা, কি কারণে তাকে গুলি করেছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি শফিকুল।

মেডিকেল ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, জরুরি অস্ত্রোপচার করে শফিকুলের কোমড় থেকে গুলি বের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০২৯ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৬
এজেডএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।