ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাকুন্দিয়ায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
পাকুন্দিয়ায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা

কিশোরগঞ্জ: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট বাজারের চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  
 
সোমবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিনা আক্তার এ অভিযান পরিচালনা করেন।


 
জরিমানার দণ্ডাদেশপ্রাপ্ত ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে রুচি মিষ্টান্ন ভাণ্ডারকে ২০ হাজার, হোটেল বৈশাখীকে ১৫ হাজার, হোটেল ভাণ্ডারীকে ১৫ হাজার এবং হোটেল পলাশকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
  
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিনা আক্তার বাংলানিউজকে বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, হোটেলের লাইসেন্সের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।  
 
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।