ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ১ ছবি: প্রতীকী

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের দেশীপাড়া এলাকার ঢাকা-রাজশাহী রেলপথে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় একব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (০৪ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলজংশন ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. দাদন মিয়া বাংলানিউজকে এ তথ্য জানান।

নিহতের বয়স আনুমানিক ৩৭ বছর হবে। তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান দাদন মিয়া।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।