ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৬.৭ মাত্রায় কেঁপে উঠলো বাংলাদেশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
৬.৭ মাত্রায় কেঁপে উঠলো বাংলাদেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কেঁপে উঠলো বাংলাদেশ। রাজধানীসহ দেশের কয়েকটি এলাকা থেকে ভূমিকম্পে কেঁপে ওঠার খবর পাওয়া যাচ্ছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (‌ইউএসজিএস) প্রাথমিকভাবে এ কম্পনের মাত্রা ৬.৮ জানিয়েছিল। কিন্তু এক ঘণ্টা পর সংস্থাটি জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৭।


সোমবার (০৪ জানুয়ারি) ভোর ৫টা ৭ মিনিটে এ কম্পণ অনুভূত হয়। কয়েক সেকেণ্ড ধরে এ কম্পণ অব্যাহত থাকে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ঢাকা থেকে ৩৫১ কিলোমিটার দূরে ভারতের মণিপুর রাজ্যের ইম্ফলে ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে।

রাজধানী ঢাকা ছাড়াও ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, বগুড়া, খুলনা, নওগাঁসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ভূমিকম্পের খবর জানাচ্ছেন বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট, ব্যুরো ও ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টরা।

এখন পর্যন্ত এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও রাজধানীসহ সারা দেশে যেসব এলাকায় কম্পণ অনুভূত হয়েছে, সব জায়গায় মানুষ আতঙ্কিত হয়ে সড়কে বেরিয়ে এসেছেন।

বাংলাদেশ সময়: ০৫১৪ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬/আপডেট: ০৬১৮ ঘণ্টা
আরএইচ

** কেঁপে উঠলো বাংলাদেশ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।