ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভূমিকম্পে সিলেটে আহত ৩৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
ভূমিকম্পে সিলেটে আহত ৩৫ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: দেশের বিভিন্ন স্থানের মতো সিলেটেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের তীব্রতায় নগরীর জিন্দাবাজারে ১০ তলা ভবন কানিজপ্লাজা শপিং কমপ্লেক্সের দেয়াল ধসে একই পরিবারের চারজন আহত হয়েছেন।



আহতরা হলেন- ফরিদুল ইসলাম, সাজেদুল ইসলাম, শিল্পী বেগম এবং রোকসানা আক্তার।

এছাড়া দেয়াল ধসসহ ভূমিকম্পের সময় মানুষজন আতঙ্কে ঘরবাড়ি থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হয়ে ৩৫ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
 
হাসপাতালের জরুরি বিভাগ সূত্র জানায়, আহতদের বেশিরভাগই পড়ে গিয়ে বা পদদলন হয়েছেন। ভূমিকম্পের সময় বিদ্যুৎ না থাকায় তাড়াহুড়ো করে নামতে গিয়ে তারা আহত হন। তবে কারো অবস্থা গুরুতর নয়।

সোমবার (০৪ জানুয়ারি) ভোর ৫টা ৭ মিনিটের দিকে এ ভূকম্পন অনুভূত হয়। ভারতের মনিপুরের ইম্ফলে কেন্দ্রস্থল ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৭।

সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন বাংলানিউজকে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে আমরা নিশ্চিত হতে পেরেছি জেলার কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তবে মহানগর এলাকায় ভবনের দেয়াল ধ্বসে চারজন আহত হওয়া ছাড়া আর কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে বাংলানিউজকে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ।
 
বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।