ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় ফাঁসিতে ঝুলে নতুন বরের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
নেত্রকোনায় ফাঁসিতে ঝুলে নতুন বরের আত্মহত্যা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনা: বিয়ের একদিনের মাথায় নেত্রকোনায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন এক নতুন বর। মৃতের নাম মামুন মিয়া (২৮)।



রোববার (০৩ জানুয়ারি) সদর উপজেলার মৌজেবালি গ্রামে এ ঘটনা ঘটে। ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে এদিন রাত নয়টার দিকে বরের পরিবারের সদস্যরা তাকে নেত্রকোনা আধুনিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মামুন মিয়া একই গ্রামের মজনু মিয়ার ছেলে।

বরের ভাই আকাশ, চাচা শামীম ও চাচাত ভাই আবুল কালাম খোকন বাংলানিউজকে জানান, মামুন রাতে তার বাড়ির গোয়াল ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। এর আগের দিন পাশের গ্রাম লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের আত্কাপাড়া গ্রামের সামছু মিয়ার মেয়েকে বিয়ে করেন তিনি।

মামুন নরসিংদীতে একটি গার্মেন্টসে চাকরি করতেন বলেও জানিয়েছে তার পরিবার।

বাংলাদেশ সময়: ২৩১৯ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।