ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেহেন্দীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
মেহেন্দীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ আটক ৪

বরিশাল: বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় দড়িরচর খাজুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান আ. কাদের বয়াতির বাড়িতে ডাকাতির ঘটনায় অস্ত্রসহ চার ডাকাতকে আটক করেছে পুলিশ।

রোববার (০৩ জানুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মনির ঘরামী, জুলহাস প্যাদা, বেল্লাল ঘরামী ও সোহাগ ফরাজী।

অভিযান এখনো চলছে বলে বাংলানিউজকে জানিয়েছেন মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল কুমার দেবনাথ।

তিনি জানান, শনিবার (০২ জানুয়ারি) দিনগত গভীর রাতে আ. কাদের বয়াতির বাড়িতে নগদ অর্থ ও স্বর্নালংকারসহ মালামাল লুট করে ডাকাতরা। রোববার সকালে লুট করা মোবাইল সেটসহ একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী আরও তিন ডাকাতকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি পাইপগান ও রামদা উদ্ধার করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ডাকাতির ঘটনায় রোববার ইউপি চেয়ারম্যান বাদী হয়ে অজ্ঞাত ১৫/১৬ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ২২২৯ ঘণ্টা, জানুয়ারী ০৩, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।