ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে এতিমখানার নির্মাণ কাজের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
নারায়ণগঞ্জে এতিমখানার নির্মাণ কাজের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: ১৩ কোটি টাকা ব্যায়ে ফতুল্লার মুসলিমনগরে ‘মুসলিম নগর বায়তুল আমান সরকারি শিশু সনদ’ নামে একটি এতিমখানার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
 
রোববার ( ৩ জানুয়ারি) বিকেলে এ কাজের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।


 
এসময় তিনি এতিমখানার আশেপাশে অবস্থিত সব অবৈধ স্থাপনা দ্রুত ভেঙে দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
 
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক শওকত আলী, মহানগর আওয়ামী লীগের সদস্য খাদেম সানাউল্লাহ, গিয়াসউদ্দিন, এনায়েতনগর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, কাশীপুর ইউপি চেয়ারম্যান মোমেন শিকদার, হযরত আলী মাতবর, ফজলুল হক মেম্বার, কামাল মাদবর, রিয়াদ আলী মাদবর, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহমেদ লিটন, ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মো. শহিদুল হক, সাধারণ সম্পাদক এমএ মান্নান প্রমুখ।

বাংলাদেশ সময়:২১৪০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।