ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে ৭ দোকান ভস্মীভূত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে ৭ দোকান ভস্মীভূত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: জেলার সিদ্ধিরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে গেছে।  

রোববার (৩ জানুয়ারি) দুপুরে মুক্তিনগর এলাকার কিসমত মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।



খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ৭টি দোকার পুড়ে যায়। অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।

ডেমরা ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোহেল বাংলানিউজকে জানান, বাজারের একটি তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।