ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিপিআই নেতার মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
সিপিআই নেতার মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

ঢাকা: বাংলাদেশি বংশোদ্ভুত ভারতের কমিউনিস্ট পার্টির (সিপিআই) জ্যেষ্ঠ নেতা ও সাবেক সাধারণ সম্পাদক কমরেড এবি বর্ধনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

রোববার (০৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ার্কার্স পার্টির সভাপতি সংসদ সদস্য রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা দলের নেতাকর্মীদের পক্ষে এ শোকবাণী জানান।



বিজ্ঞপ্তিতে বলা হয়, কমরেড বর্ধন ছিলেন শ্রমজীবী মানুষের সংগ্রামের সাথী। শ্রমিক আন্দোলনে যুক্ত থেকে তিনি ভারতের ট্রেড ইউনিয়ন আন্দোলনকে অগ্রসর করায় মুখ্য ভূমিকা পালন করেন।

বাংলাদেশের ব্রাহ্মণবাড়ীয়া জেলায় জন্মগ্রহণকারী এই নেতা বাংলাদেশের অত্যন্ত সুহৃদ হিসেবে পরিচিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।