ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় নবজাতকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
নেত্রকোনায় নবজাতকের মরদেহ উদ্ধার ছবি: প্রতীকী

নেত্রকোনা: নেত্রকোনা শহরের নাগড়া এলাকায় একটি ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।



নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম বাংলানিউজকে জানান, শহরের নাগড়া এলাকায় অবস্থিত জেলা পরিষদ কার্যালয়ের পাশে আবর্জনার স্তূপের ভেতর মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
এএটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।