ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাঁচবিবিতে ডাকাত সরদার শিপন গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
পাঁচবিবিতে ডাকাত সরদার শিপন গ্রেফতার

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় শিপন মন্ডল (২৯) নামে এক আন্তঃজেলা ডাকাত দলের সরদারকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা।

শিপন মন্ডল পাঁচবিবি উপজেলার খাসবাট্রা গ্রামের আব্দুল মান্নান মন্ডলের ছেলে।



রোববার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফজুর রহমান বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি বলেন, শনিবার (২ জানুয়ারি) দিনগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিমুলতলী এলাকা থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ শিপনকে গ্রেফতার করা হয়। শিপনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬টি মামলা রয়েছে।   

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।