ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাদুল্যাপুরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
সাদুল্যাপুরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আয়শা বেগম সাদা রাণী (৫৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২ জানুয়ারি) বিকেলে সাদুল্যাপুর-তুলশীঘাট সড়কে উপজেলার বনগ্রাম ইউনিয়নের বদলাগাড়ী ইট ভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



মৃত সাদা রাণী গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের নয়ানী সাদেকপুর গ্রামের আব্দুর রাজ্জাক সাদা মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, দুপুরে মেয়েজামাই তোতা মিয়া নিজের অটোরিকশায় করে শাশুড়ি ও শ্যালিকাকে নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথে বদলাগাড়ী এলাকায় পৌঁছলে সাদা রাণীর ওড়না চাকার সঙ্গে পেঁচিয়ে গলায় আটকে যায়।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বাংলানিউজকে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।