ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে অস্ত্রসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
শিবগঞ্জে অস্ত্রসহ যুবক আটক ছবি: প্রতীকী

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ উপজেলার চককির্তী ইউনিয়নের মকিমপুর গ্রাম থেকে অস্ত্রসহ ইমন (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (০১ জানুয়ারি) সকাল ৭টার দিকে তাকে আটক কর‍া হয়।

ইমন মকিমপুর গ্রামের আজাহার আলীর ছেলে।

শিবগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) নুরে আলম সিদ্দীকী বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সকালে মকিমপুর গ্রামে ইমনের বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশ তার নিজ ঘরে তল্লাশি চালিয়ে দু’টি পিস্তল, দু’টি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করে। পরে ইমনকে আটক করা হয়।

এ ব্যাপারে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।
 
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।