ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ২৯৭ বোতল ফেনসিডিল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
বেনাপোলে ২৯৭ বোতল ফেনসিডিল জব্দ

বেনাপোল(যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২৯৭ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।



বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) ভোর ৬টার দিকে ভারত সীমান্তবর্তী এলাকা বেনাপোলের পুটখালী চরের একটি মাঠ থেকে ফেনসিডিলগুলো জব্দ করা হয়।

২১ ব্যাটালিয়নের বেনাপোল সীমান্তের পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার গোলাম আহম্মেদ জানায়, তাদের কাছে খবর আসে কয়েকজন মাদক ব্যবসায়ী সীমান্ত পথে ভারত থেকে ফেনসিডিলের চালান নিয়ে আসছে, এমন খবর পেয়ে গভীর রাত থেকে তারা পুটখালী চরের মাঠ এলাকায় অবস্থান নেয়।

পরে বৃহস্পতিবার ভোরে মাদক ব্যবসায়ীরা এপারে প্রবেশের চেষ্টা করলে তাদের ধাওয়া করা হয়। এ সময় তারা দু’টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তার ভেতর থেকে ২৯৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।