ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ছবিতে ঢাকা শহরে বর্ষবরণ

স্টোরি: খায়রুল আলম রাজীব, ফটো: রাজীব ও দীপু | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
ছবিতে ঢাকা শহরে বর্ষবরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: একটি বছর শেষ। মানে নতুন বছরের চলে আসা।

মেলাতে হচ্ছে অনেক হিসেব। পাওয়া না পাওয়ার হিসেব এসব। তাতে কী, নতুনকে বরণ করে নিতে তো আর কোনো হিসেবের প্রয়োজন নেই। তাই তো আনন্দ উদযাপন।

‘সব কিছুতে ইতিবাচকতা’ হোক নতুন বছরের অঙ্গীকার। পুরনো স্মৃতি ভুলে সে জন্য নতুন করে ভাবনা। বর্ষ বরণ করে নিতে কমতি নেই এতোটুকু।

ঘড়ির কাটায় রাত ১২টার সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় শিক্ষার্থীদের আনন্দ-উল্লাস ছিল চোখে পড়ার মতো। কেউ কেউ তুলেন সেলফি, সময়কে স্মৃতির পাতায় আটকে রাখতে।

তবে সেখানে প্রবেশমুখগুলোতে ব্যারিকেড বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ এবং তল্লাশি চালানো হচ্ছে। এবার একটু সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী। তারা রাজধানীর বিভিন্ন স্থানে সজাগ নিরাপত্তা নিশ্চিতে।

এদিকে, রাজধানীর বিভিন্ন হোটেলগুলো সাজানো হয়েছে বর্ণিল সাজে। যেখানে অনুষ্ঠিত হচ্ছে বর্ষবরণের নানা অনুষ্ঠান।

হোটেলগুলোতে তাই উপচে পড়া ভিড়। বিভিন্ন বয়সীদের মিলনমেলা।

বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।