ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রৌমারীতে বেড়িবাঁধ চায় চরবাসী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
রৌমারীতে বেড়িবাঁধ চায় চরবাসী ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম: বেড়িবাঁধ নির্মাণের দাবিতে কুড়িগ্রামের রৌমারী উপজেলার ফলুয়ার চরে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট পালন করেছেন কয়েক হাজার চরবাসী।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে দুপুরে পর্যন্ত উপজেলার কুটিরচর খানপাড়া হইতে ফলুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত অবস্থান নিয়ে ধর্মঘট শুরু করেন চরবাসী।



এ সময় বন্যা ও ব্রহ্মপুত্রের ভাঙনে ক্ষতিগ্রস্ত চরবাসীরা কোদাল ও ঢাল নিয়ে নদীতীরেও জমায়েত হন।

পরে কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য রুহুল আমিন, উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসি, ইউপি চেয়ারম্যান কবির হোসেন, কুটিরচর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, সাবেক সেনা কর্মকর্তা মো. ফজলুল কবির বাবলু উপস্থিত হয়ে বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহার করে নেয় এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।