ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে বিআরটিসি বাসের চাপায় রাজমিস্ত্রী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
রাজধানীতে বিআরটিসি বাসের চাপায় রাজমিস্ত্রী নিহত

ঢাকা: রাজধানীর বিমানবন্দর এলাকায় এক সড়ক দুর্ঘটনায় শামসুল হক ব্যাপারী (৪৮) নামের এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ভোর পৌনে ছয়টার দিকে বিমানবন্দর থানা এলাকার মুনমুন কাবাব ঘরের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।



নিহত শামসুল বরিশালের চ‍ালতা বাড়ি গ্রামের বানানী পাড়ার মৃত তাহের আলীর ছেলে। তিনি ১নং ভাষানটেক বস্তিতে সপরিবারে বাস করতেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামালউদ্দিন বাংলানিউজকে জানান, আনুমানিক সাড়ে ছয়টার দিকে মুনমুন কাবাব ঘরের সামনের সড়কে একটি বিআরটিসি বাস শামসুল হককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যায়। পলে পুলিশ সেখানে গেলেও বাসটি আটক করতে পারেনি।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য নিহত শামসুলের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, ২৯ ডিসেম্বর, ২০১৫
এজেডএস/জেডএফ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।