ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দারুস সালামে দিনমজুরের মৃতদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
দারুস সালামে দিনমজুরের মৃতদেহ উদ্ধার ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর দারুস সালামে আব্দুল হাকিম (৪৫) নামে এক দিনমজুরের মৃতদেহ উদ্ধার করেছেন পুলিশ।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় দারুস সালামের গরুর হাট এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।



আব্দুল হাকিম ভোলা জেলার লালমোহন থানার সিরাজুল ইসলামের ছেলে।

দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) আবুবকর সিদ্দীক বাংলানিউজকে জানান, সকালে গাবতলী গরুর হাট এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। তার দু’হাত ভাঙা ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়।

তিনি আরো জানান, নিহত ব্যক্তির পরিচিতজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোরে হাটের পাশে চিতা খোলা এলাকা সংলগ্ন রাস্তায় থামিয়ে রাখা একটি ট্রাকের উপর মৃতদেহটি পড়ে ছিলো। পরে তারা সেটি গরুর হাটে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, ২৯ ডিসেম্বর, ২০১৫
এজডএস/জেডএফ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।