ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জামালপুরে ২ রিভালভার উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
জামালপুরে ২ রিভালভার উদ্ধার

জামালপুর: জামালপুর শহর থেকে দু’টি বিদেশি রিভালভার উদ্ধার করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের দয়াময়ী মোড়ের একটি ড্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় রিভালভার দু’টো উদ্ধার করা হয়।



জামালপুর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাদরুল ইসলাম বাংলানিউজকে জানান, শহরের দয়াময়ী মোড় এলাকায় ড্রেনে দু’টি রিভালভার দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে পুলিশ সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থলে গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।