বরিশাল: গত ১৩ দিন ধরে নিখোঁজ স্ত্রী, শিশু ছেলে ও কন্যাকে ‘পাচারের অভিযোগে’ মামলা করেছে মেহেদি হাসান মিথুন নামে এক ব্যক্তি।
রোববার (১ ডিসেম্বর) বরিশাল মানবপাচার ট্রাইব্যুনালে তিনি মামলাটি করেন।
ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ মামলায় আনা অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী মেহেদি হাসান মিথুন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চর সন্তোষপুর গ্রামের বাসিন্দা ও রড সিমেন্ট বিক্রেতা।
তার স্ত্রী রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিষয়ে ছাত্রী। মিথুনের মেয়ের বয়স ৪, ছেলের বয়স দেড় বছর।
পাচারের অভিযোগে দায়ের করা মামলায় মিথুন আসামি করেছেন কুড়িগ্রামের রামরাম সেন এলাকার বাসিন্দা রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিষয়ের ছাত্র জেলাল হোসেন (২৭), তার ভাই মো. বাদশা (৪৫), সালাম (৪২) ও আবুল কালাম (৩৮) এবং তাদের বাবা আজগর আলীকে।
মামলার বরাতে বেঞ্চ সহকারী তুহিন মোল্লা বলেন, ২০১৯ সালে প্রেম করে বিয়ে করেন মিথুন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুবাদে তার স্ত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী জেলাল হোসেনর পরিচয় হয়। জেলাল তাকে উচ্চ বেতনে বিদেশে চাকরির প্রস্তাব দিয়ে বিরক্ত করতেন। গত ১৮ নভেম্বর চাকরির ইন্টারভিউর কথা বলে মিথুনের স্ত্রী ও সন্তানদের নিয়ে যান জেলাল। এরপর থেকে তাদের কোনো খোঁজ নেই।
বাদীর ধারণা তার স্ত্রীকে পতিতাবৃত্তি ও অন্য কোনো যৌনশোষন বা নিপীড়নের উদ্দেশ্যে পাচার করেছেন জেলাল। তা ছাড়া তার দুই সন্তানকে বিক্রি করেছেন অথবা মেরে ফেলেছেন।
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
এমএস/এমজে