ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে হেরোইনসহ যুবক আটক 

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
ঈশ্বরদীতে হেরোইনসহ যুবক আটক 

পাবনা (ঈশ্বরদী): পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় রাজশাহী থেকে ছেড়ে যাওয়া ঢাকামুখী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেন থেকে ১০৩ গ্রাম হেরোইনসহ সজল ইসলাম (২০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এর সদস্যরা।  

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী-ঢাকা রেলরুটের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন থেকে তাকে আটক করা হয়।

আটক সজল রাজশাহীর গোদাগাড়ী থানার মহিশালবাড়ী মাদারপুর গ্রামের ইন্তাজ আলীর ছেলে।  

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।

দীপংকর ঘোষ জানান, আটক আসামি সজল দীর্ঘদিন থেকে লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইলফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য হেরোইন কেনাবেচা করছিলেন। গোপন খবর পেয়ে বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী আসা ঢাকাগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনের ‘ঝ’ নম্বর বগিতে সাঁড়াশি অভিযান চালায় র‌্যাব। এ সময় ১০৩ গ্রাম হেরোইনসহ সজলকে আটক করা হয়। এছাড়া তার কাছ থেকে ১৬শ টাকা ও একটি মোবাইলফোন জব্দ করা হয়।  

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন জানান, র‌্যাব-১২ সদস্যরা বাদী হয়ে মাদক আইনে একটি অভিযোগ দিয়েছেন। মামলাটি নথিভুক্ত করে আদালতের মাধ্যমে ওই আসামিকে সিরাজগঞ্জ জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।