ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মার্কিন দূতাবাসে খালেদা জিয়া

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
মার্কিন দূতাবাসে খালেদা জিয়া

ঢাকা: উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশ গমন নিশ্চিত হয়েছে সরকারের পক্ষ থেকে। তাই যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিতে যেতে সে দেশের ভিসার জন্য ঢাকার দূতাবাসে গেছেন তিনি, এমন তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, বুধবার (২৭ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে গুলশানের বাসা ফিরোজা থেকে বারিধারায় অবস্থিত মার্কিন দূতাবাসের উদ্দেশে রওনা করেন তিনি। পরে ২টা ২২ মিনিটে দূতাবাসে পৌঁছান খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসউদ্দিন দিদার গণমাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, মার্কিন দূতাবাসে আমেরিকার ভিসার জন্য ফিঙ্গার প্রিন্ট দিতে গেছেন বেগম খালেদা জিয়া। আগামী ডিসেম্বর তিনি প্রথমে যুক্তরাজ্যে যাবেন। সেখান থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে তার।

এর আগে দুপুরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছরের দণ্ডের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল মঞ্জুর করেছেন হাইকোর্ট।   বুধবার (২৭ নভেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা করা হয়। ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্ত শেষে ২০১২ সালে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক।  

২০১৪ সালের ১৯ মার্চ খালেদাসহ চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শেষ হলে দুদকের পক্ষে এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে ২০১৮ সালের ১৯ অক্টোবর রায় ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।