ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে সালমান এফ রহমানের ফাঁসির দাবিতে ঝাড়ু মিছিল

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
নবাবগঞ্জে সালমান এফ রহমানের ফাঁসির দাবিতে ঝাড়ু মিছিল

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের ফাঁসি চেয়ে ঝাড়ু মিছিল করেছেন জনতা।  

সোমবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা সদর শহীদ মিনার চত্বর থেকে সাধারণ জনতার ব্যানারে প্রায় পাঁচ হাজার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ সমবেত হয়ে একটি মিছিল বের করেন।

 

পরে মিছিলটি নিয়ে বাগমারা বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে নবাবগঞ্জ সদর কায়কোবাদ চত্বর ঘুরে শহীদ মিনার প্রাঙ্গণে ফিরে আসে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।