ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু প্রতীকী ছবি

গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজাহারুল ইসলাম (৩০) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।  

বুধবার (২০ নভেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

নিহত আজাহারুলের বাড়ি খুলনার ডুমুরিয়া এলাকায়।

জানা গেছে, পল্লী বিদ্যুতের লাইনে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎ চালু হলে লাইনম্যান আজাহারুল বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবতাব জিলানী মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।