ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিটিটিসিপ্রধানের সঙ্গে যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
সিটিটিসিপ্রধানের সঙ্গে যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা: সন্ত্রাসবিরোধী সক্ষমতা বাড়াতে চলমান সহযোগিতা ও অংশীদারিত্বের অংশ হিসেবে যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের একটি প্রতিনিধিদল সিটিটিসিপ্রধান মো. মাসুদ করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।  

সোমবার (১১ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) কার্যালয়ে যুক্তরাজ্যের যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের মি. ক্রিস ফেল্টনের নেতৃত্বে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সৌজন্য সাক্ষাৎকালে মি. ক্রিস ফেল্টন সিটিটিসি কর্মকর্তাদের কর্মদক্ষতা বাড়ানো, সন্ত্রাসবাদ ও আন্তর্জাতিক অপরাধ মোকাবিলায় বিভিন্ন বিশেষ প্রশিক্ষণ দেওয়ার ধারাবাহিকতা বজায় রাখতে আগ্রহ প্রকাশ করেন। সৌহার্দ্যপূর্ণ আলোচনায় সন্ত্রাসবাদ, সাইবার ক্রাইম, ট্রান্সন্যাশনাল ক্রাইম ও মানিলন্ডারিংয়ের মতো অপরাধ প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।