ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হানিফ ফ্লাইওভারে ট্রাকে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
হানিফ ফ্লাইওভারে ট্রাকে আগুন

ঢাকা: ঢাকার মেয়র হানিফ ফ্লাইওভারের একটি চলন্ত একটি ট্রাকে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে দুইটি ইউনিট সেখানে পাঠানো হয়।

শনিবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে হানিফ ফ্লাইওভারের উপরে থাকা একটি ট্রাকে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ।

সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাফি আল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, আগুনের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলের দুটি ইউনিট পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর জানাতে পারেননি তিনি। ট্রাকে আগুন লাগার কারন তদন্ত সাপেক্ষে বলা যাবে।

বাংলাদেশ সময়: ০৮০১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
এজেডএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।