ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দেড় হাজার টাকা না পেয়ে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
দেড় হাজার টাকা না পেয়ে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

সাভার, (ঢাকা): সাভারে দেড় হাজার টাকা না পেয়ে মোক্তার হোসেন (৩২) নামের এক পরিবহন শ্রমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে এক রিকশাচালক বন্ধুর বিরুদ্ধে।

শনিবার (৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ তথ্য নিশ্চিত করেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফয়সাল আলম।

এর আগে আজ ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মোক্তার হোসেন। এ ঘটনায় পলাতক রিকশাচালক রনি (২৬)।

নিহত মোক্তার কুমিল্লার মুরাদনগর থানার আজিজ সরকারের ছেলে। তিনি আমিনবাজার এলাকার বড়দেশী পশ্চিমপাড়া এলাকায় ভাড়া থেকে রাজধানী পরিবহনের হেলপার হিসেবে কাজ করতেন।  হত্যাকারী পলাতক রনির বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। মোক্তার ও রনি বন্ধু ছিলেন বলে জানা গেছে। রনি একই এলাকায় থেকে রিকশা চালাতেন।

পুলিশ জানায়, শুক্রবার (৮ নভেম্বর) দুই বন্ধু মোক্তার ও রনির টাকা লেনদেন নিয়ে কথা কাটাকাটি হয়। রনি ও মোক্তারের সাথে টাকার লেনদেন ছিল। শুক্রবার দুপুর ১২টার দিকে রনিকে দেড় হাজার পাওনা টাকা দেওয়ার কথা ছিল মোক্তারের। কিন্তু দুপুরে না দিয়ে রাত ৯টায় মোক্তার তার বাসচালককে নিয়ে রনিকে দেড় হাজার টাকা দিতে আমিনবাজার বড়দেশী এলাকায় যায়। এ সময় রনি সেই টাকা না নিয়ে আরও চার হাজার টাকা দাবি করেন। পরে কথা কাটাকাটির একপর্যায়ে মোক্তারকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় রনি। এ সময় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৫টার দিকে মারা যায় মোক্তার।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক ও আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফয়সাল আলম বাংলানিউজকে বলেন, নিহতের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। একইসঙ্গে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।