ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কারাগার থেকে হাসপাতালে সাবেক মেয়র সেলিম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
কারাগার থেকে হাসপাতালে সাবেক মেয়র সেলিম আতাউর রহমান সেলিম

হবিগঞ্জ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুটি হত্যা মামলায় কারাগারে থাকা হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

মঙ্গলবার (৫ নভেম্বর) তাকে হবিগঞ্জ জেলা কারাগার থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

 

এদিন সন্ধ্যার দিকে জেলা কারাগারের জেলার মোহাম্মদ মাসুদ হাসান জুয়েল বাংলানিউজকে এ তথ্য জানান।  

তিনি বলেন, কারাগারে যাওয়ার আগেই সেলিমের কানের জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি জটিলতা বেড়েছে। হাসপাতালে পুলিশ পাহাড়ায় তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ০২ ও ০৪ আগস্ট হবিগঞ্জে গুলিবিদ্ধ হয়ে মোস্তাক আহমেদ ও রিপন শীল নামে দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলায় আতাউর রহমান আসামি।  

গত ১৭ সেপ্টেম্বর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-২ ও ৯ রাজধানীর ধানমন্ডি এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। সেদিন রাতেই তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় আনার পরদিন আদালতে সোপর্দ করা হয়। পরে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।