ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সবচেয়ে বড় চ্যালেঞ্জ বন্দরগুলো দখলমুক্ত করা: সাখাওয়াত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
সবচেয়ে বড় চ্যালেঞ্জ বন্দরগুলো দখলমুক্ত করা: সাখাওয়াত কথা বলছেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

নারায়ণগঞ্জ: নৌপরিবহন মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যারা বন্দরগুলো পরিচালনা করছে, এখানে বেশ অনিয়ম আছে। আমরা এগুলো দূর করার চেষ্টা করছি।

পত্রিকায় দেখেছি, এখানে অনেকেই দখল করে আছে। এগুলো দখলমুক্ত করতে আমরা চেষ্টা করব। আমাদের চেষ্টা থাকবে সবাই যেন এখানে আসতে পারে। এটা সবার জন্য থাকবে।

সোমবার (৪ নভেম্বর) নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ডক ইয়ার্ড ওয়ার্কশপ সাইট ও ডিইপিটিসিতে বিশ্বব্যাংক প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, নদী দখলমুক্ত হবে। এখানে সুন্দর ওয়াকওয়ে হয়েছে। আমরা এখনো দেখি ভবিষ্যতে হয়তো একদিন মর্নিংওয়াকে আসব। প্রশ্ন হলো এখানে কী চুরি-চামারি হয়েছে? হয়ে থাকলে হয়েছে। কিন্তু ভবিষ্যতে যেন না হয় সেটা নিশ্চিত করব।

তিনি আরও বলেন, আমাদের কাছে সি-ট্রাক ছিল না। আগে যারা ক্ষমতায় ছিলেন তারা সরকারি কোনো কিছু চলতে দেয়নি। মানুষের দুর্ভোগ হয়েছে। বেশি টাকা দিয়ে পারাপার করতে হয়।

তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ হলো সন্দীপ। আমাদের লক্ষ্য সন্দীপের সাথে যোগাযোগ জেটি করা। ডিসেম্বরে শেষে বা জানুয়ারির শুরু দিকে এই ফেরিগুলো নামবে।

তিনি আরও বলেন, এই নারায়ণগঞ্জ শিপইয়ার্ড নেভি কর্তৃক পরিচালিত। এখানকার কাজ অত্যন্ত উন্নতমানের। এখানে বুয়েট থেকে স্টুডেন্টরা আসেন। আশা করি, আমরা আমাদের জিনিসগুলো তাড়াতাড়ি পাব। এগুলো প্রায় প্রস্তুত। এগুলো আমরা ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে পেয়ে যাব।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২৪
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।