ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আরিচা-কাজিরহাট নৌরুটে ৩৭ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
আরিচা-কাজিরহাট নৌরুটে ৩৭ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক 

মানিকগঞ্জ: নাব্যসংকটে দীর্ঘ প্রায় ৩৭ ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।  

রোববার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে এমন তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ।

 

জানা যায়, যমুনা নদীর মধ্যে বেশ কয়েকটি স্থানে ডুবচরের সৃষ্টি হয়, যার কারণে ফেরি চলাচলে সমস্যা হয় ফেরির মাস্টারদের। ডুবচর এবং মাটি জমায় নৌ-চ্যানেল সরু হয়ে যায়। ফলে দেখা দেয় নাব্যসংকট। এ অবস্থায় গত শুক্রবার (১ নভেম্বর) রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে নৌ-চ্যানেল ড্রেজিং করায় রোববার  বেলা সাড়ে ১১টার পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।  

এরপর দীর্ঘ সময় আটকে থাকা সাধারণ পণ্য বোঝাই ট্রাকগুলো সিরিয়াল অনুযায়ী পার হচ্ছে।  

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)  আরিচা কার্যালয়ে ডিজিএম নাসির চৌধুরী বলেন, গত শুক্রবার রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। নৌ-চ্যানেলের সাময়িক সমস্যা সমাধান করে আবার ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
এসআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।