ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রহনপুর থেকে আর চলবে না ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
রহনপুর থেকে আর চলবে না ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলস্টেশন থেকে চালু হওয়া কৃষিপণ্য স্পেশাল ট্রেন বন্ধ ঘোষণা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।  

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শনিবার (২ নভেম্বর) দ্বিতীয় দফায় সবজি ট্রেনটি যাওয়ার কথা থাকলেও ট্রেনটি আর চলবে না বলে জানা গেছে।

প্রচারণা না থাকা ও কৃষকদের সুবিধা মতো সময়ে ট্রেনটির সময়সূচি না হওয়ায় জেলার কোনো কৃষকই এ ট্রেনে পণ্য সরবরাহ করেনি। এতে একদিনেই লোকসান হয়েছে ৮ লাখ ৯৬ হাজার ৭২ টাকা।

জানা গেছে, গত ২৬ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ৩৪৬ কিলোমিটার পাড়ি দিয়ে ঢাকা যেতে ট্রেনের খরচ হয় ৮ লাখ ৯৬ হাজার ৪৩২ টাকা। প্রথম দিন রাজশাহী থেকে ট্রেনটিতে গেছে ডিমের ১৫০ কেজি ফাঁকা খাঁচি (ক্যারেট)। যা থেকে রেল কর্তৃপক্ষ ভাড়া আদায় করেছে ৩৬০ টাকা।  

শুক্রবার রাতে বাংলাদেশ রেলওয়ের (পশ্চিমাঞ্চল) চিফ কমার্শিয়াল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৬ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন থেকে যাত্রা শুরু করে কৃষিপণ্য স্পেশাল ট্রেন। সপ্তাহে একদিন অর্থাৎ প্রতি শনিবার ট্রেনটি রহনপুর-ঢাকা রুটে চলাচল করার কথা ছিল। কিন্তু শুক্রবার রাতে রেলওয়ে নিয়ন্ত্রণ কক্ষ থেকে ট্রেনটি আর চলবে না বলে জানিয়ে দেওয়া হয়।

সুজিত কুমার বিশ্বাস বলেন, ট্রেনটি চালুর পর কৃষক বা কৃষিপণ্য ব্যবসায়ীদের তেমন সাড়া পাওয়া যায়নি। তাঁরা ট্রেনে কৃষিপণ্য পরিবহনে আগ্রহী নয়। সেজন্য ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।