ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে দুই চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
হবিগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে দুই চালক নিহত

হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে গাড়ি দুটির চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।


 
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ৮টায় উপজেলার সুতাং এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন মাধবপুর উপজেলার শাহজাহপুর গ্রামের বাসিন্দা ট্রাকচালক মো. আজিজ মিয়া (৪৫) ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাসিন্দা বাসচালক রাজু আহমেদ (৩৫)।  
 
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, সাকিনা পরিবহনের একটি বাস ঢাকা থেকে সুনামগঞ্জে যাচ্ছিল। পথে সুতাং এলাকায় পৌঁছালে সিলেট থেকে ঢাকাগামী একটি ড্রাম ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক ঘটনাস্থলেই মারা যান। আর বাসচালকসহ বাস ও ট্রাকে থাকা অন্তত ২০ জন আহত হন। আহতদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক বাসচালককেও মৃত ঘোষণা করেছেন।
 
ওসি আরও জানান, হাইওয়ে থানা পুলিশ সড়ক থেকে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরিয়ে নেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৭৫৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।