ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলে, প্রাণ গেল পথচারীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলে, প্রাণ গেল পথচারীর

পাবনা: পাবনার সিঙ্গাবাইবাস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক পাবনা-ঈশ্বরদী মহাসড়কের পাশের একটি হোটেলে ঢুকে পড়ায় সিরাজুল ইসলাম (৪০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিনজন।

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে পাশের কমিউনিটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  
 
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন- হোটেলের মালিক টিটু ও উপজেলার মালঞ্চি ইউনিয়নের মাহমুদপুরের মোস্তাকিন।  

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, দুপুরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কমিউনিটি হাসপাতাল গেটের সামনের একটি খাবারের হোটেলে ঢুকে পড়ে। এতে আহত হন চারজন। আহতদের হাসপাতালে নিলে চিকিৎসক সিরাজ নামে এক পথচারীকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি সদর উপজেলার টেবুনিয়া বয়রা কাশিনাথপুর এলাকার নসিমুদ্দিনের ছেলে।

ট্রাকটি গাছপাড়া থেকে পাবনা বাস টার্মিনালের দিকে যাচ্ছিল। পথে আরেকটি ট্রাকের সঙ্গে সংঘর্ঘ এড়াতে গেলে এ দুর্ঘটনা ঘটে।  

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।