ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি চেয়ারম্যান নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
সাতক্ষীরায় প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি চেয়ারম্যান নিহত

সাতক্ষীরা: মসজিদের বিদ্যুৎ লাইন দেওয়ার টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যার দিকে সদর উপ‌জেলার আবাদের হাটে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নান সদর উপজেলার ইন্দিরা গ্রামের মৃত আমিন উদ্দীনের ছেলে। আগরদাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যার পর মসজিদের লাইন থেকে বিদ্যুৎ দেওয়ার মাসিক টাকা ব্যবসায়ীদের কাছ থেকে আদায় করছিলেন আব্দুল মান্নান। এসময় এক ব্যবসায়ীর কাছে টাকা চাওয়ায় সেখানে বসে থাকা ইন্দিরা গ্রামের জনৈক তমিজউদ্দীনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আব্দুল মান্নানকে বেধড়ক মারধর করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখান থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পর রাতে তিনি মারা যান।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আবাদের হাট বাজারে দুইজনের মধ্যে মারামারি হলে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মারা যান। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, ২০১৩ সালে আগরদাড়ী ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম মারা যাওয়ার পর ২০১৪ সালে আগরদাড়ী ইউপির উপনির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হয়ে লাঙল প্রতীক নিয়ে আব্দুল মান্নান চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ০৮০৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।