ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইলিশ শিকারে নিষেধাজ্ঞার ১৭ দিনে মেঘনায় ২৪২ জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
ইলিশ শিকারে নিষেধাজ্ঞার ১৭ দিনে মেঘনায় ২৪২ জেলে আটক

চাঁদপুর: চাঁদপুরে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা চলাকালীন সময়েও নদীতে মাছ ধরার দায়ে ২৪২ জন জেলেকে আটক করা হয়েছে। গত ১৭ দিনে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় এক হাজার ৬০৪ কেজি ইলিশ, ৪৬ লাখ ৮১ হাজার ৬১৫ মিটার জাল ও ৮৫টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ।

মা ইলিশ রক্ষা অভিযানে চাঁদপুর নৌ সীমানায় কাজ করছে চাঁদপুর নৌ থানা, মোহনপুর, আলু বাজার, নীলকমল, হরিণাঘাট ও বেলতলি পুলিশ ফাঁড়ি।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, ১৩ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জেলা ও উপজেলা টাস্কফোর্সের অভিযানে ২৪২ জেলেকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় জব্দ করা হয় ৪৬ লাখ ৮১ হাজার ৬১৫ মিটার কারেন্ট জাল, এক হাজার ৬০৪ কেজি ইলিশ ও ৮৫টি মাছ ধরার নৌকা। আটকদের মধ্যে ১৩১ জনকে ভ্রাম্যমাণ আদালতে বিনাশ্রম কারাদণ্ড এবং ১১১ জন জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা করা হয়েছে।

এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে ২০টি। জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং ইলিশ মাছ স্থানীয় মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। জব্দকৃত নৌকা মামলার আলামত হিসেবে কোস্টগার্ড ও চাঁদপুর নৌ থানা হেফাজতে রয়েছে।

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান বলেন, ইলিশের বাড়িতে ইলিশের নিরাপদ প্রজনন সম্পন্ন করতে আমাদের প্রতিটি ইউনিট দিন ও রাত কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত আমাদের অভিযানগুলো সফল। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।