ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফিলিস্তিন আমাদের আত্মার সঙ্গে মিশে আছে: ধর্ম উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
ফিলিস্তিন আমাদের আত্মার সঙ্গে মিশে আছে: ধর্ম উপদেষ্টা

ঢাকা: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ফিলিস্তিন আমাদের অন্তর, মন ও আত্মার সাথে মিশে আছে। আমরা ফিলিস্তিনকে ভালোবাসি এবং সেদেশের নির্যাতিত জনসাধারণের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে।

আমরা তাদের ন্যায়সংগত সংগ্রামকে সমর্থন করি।

শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে পয়েট্রি ফর প্যালেস্টাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, বিশ্ববাসীকে ফিলিস্তিনের নির্যাতিত ও গৃহহীন জনসাধারণের জন্য সাহায্যে হাত বাড়িয়ে দিতে হবে। তাদের মানবাধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। মুসলিম বিশ্বকে ফিলিস্তিনিদের সহায়তায় ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, ফিলিস্তিনে গণহত্যা চালানো হচ্ছে। কিন্তু সমগ্র বিশ্ব নীরব আছে। ফিলিস্তিনি নারী, শিশু ও বয়োবৃদ্ধ নাগরিকদের আর্তনাদ কাউকে স্পর্শ করছে না। সবাই নির্বিকার হয়ে বসে আছে।

উপদেষ্টা বলেন, ফিলিস্তিন পবিত্র ভূমি। এ ভূমিতে মুসলমানদের প্রথম কিবলা আল কুদস বা মসজিদুল আকসা রয়েছে। এই পবিত্র ভূমিতে শতাধিক নবি রাসুলের সমাধি রয়েছে।  

এ ভূমির পবিত্রতা রক্ষায় মুসলিম বিশ্বকে সোচ্চার হওয়ার অনুরোধ জানান ড. আ ফ ম খালিদ হোসেন।

 ঢাকার ইরান দূতাবাসের কালচারাল কাউন্সিলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শাহ্ কাওসার মুস্তাফা আবুলউয়ালী, মিডিয়া ব্যক্তিত্ব মজিবুর রহমান মঞ্জু ও মেজর জেনারেল এহতেশামুল হক প্রমুখ বিশেষ অতিথির বক্তৃতা করেন। পরে উপদেষ্টা নির্বাচিত কবিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
এমআইএইচ/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।