ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাগুরার নবগঙ্গা ব্রিজে প্রতিরক্ষা দেয়ালে ধস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
মাগুরার নবগঙ্গা ব্রিজে প্রতিরক্ষা দেয়ালে ধস ধসে যাওয়া সড়কে মেরামতের কাজ চলছে।

মাগুরা: মাগুরায় ঢাকা-খুলনা মহাসড়কের নবগঙ্গা নদীর স্লুইচ গেটের প্রতিরক্ষা দেয়াল ধসে গেছে। ফলে ওই সড়কে ধীর গতিতে যান চলাচল করছে।

 

শনিবার (২৬ অক্টোবর) সকালে হঠাৎ করে সড়কের পাশের মাটি ধসে যাওয়ায় এ ঘটনা ঘটে।  

এ ঘটনার জন্য পাশে থাকা বৈদ্যুতিক একটি পিলার হেলে গেছে। ফলে শহরের কিছু অংশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সড়কের মাটি ধসে যাওয়ায় স্লুইচ গেটের দুই পাশের সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে।

এ ঘটনার পরপরই বিদ্যুৎ বিভাগ ক্ষতিগ্রস্ত পিলার সরিয়ে পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করে। এছাড়া পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ও বাঁশের বাঁধ দিয়ে পুনরায় ক্ষতিগ্রস্ত স্লুইচ গেটের মেরামত কাজ শুরু করেছে।  

মাগুরা ওজোপাডিকো বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. জুয়েল রানা বলেন, নবগঙ্গা নদীর ওপর দিয়ে নদী পাড়ের দুই এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া আছে। সেখানে স্লুইচ গেটের প্রতিরক্ষা দেয়ালের মাটি নদীর সঙ্গে মিশে গেছে। এতে বিদ্যুতের খুঁটির গোড়ায় পানি জমে খুঁটিটি হেলে পড়েছে। সাড়ে ১১ হাজার ভোল্টের এই বৈদ্যুতিক লাইন সড়কের ওপর গিয়ে পড়েছিল। পরে সেটি মেরামত করে নদী পাড়ের দুই এলাকার মাঝে বিদ্যুৎ সংযোগ চালু করা হয়েছে। তবে এটি সাময়িক ভাবে চালু করা হলেও স্লুইচ গেটের প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করার পর এখানে স্থায়ীভাবে আরও উন্নত প্রযুক্তির মাধ্যমে উন্নয়ন করা হবে।

মাগুরা জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান সুজন বলেন, ঢাকা খুলনা মহাসড়কের পারনান্দুয়ালী নবগঙ্গা নদীর স্লুইচ গেটের প্রতিরক্ষা দেয়ালের নিচের মাটি ধসে পড়ায় সড়কের যান চলাচল করছে ধীর গতিতে। তবে তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রতিরক্ষা দেয়ালের পাশ দিয়ে প্রবল বেগে পানি প্রবাহিত হওয়ায় মাটির স্তর নিচে নেমে গিয়ে স্লুইচ গেটের প্রতিরক্ষা দেয়াল ভেঙে পড়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বাঁশ, জিও ব্যাগ ফেলে ভাঙনের মুখে পড়া স্থান সংস্কার করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।