ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুরে অস্ত্রসহ ৪ ছিনতাইকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
মোহাম্মদপুরে অস্ত্রসহ ৪ ছিনতাইকারী আটক

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে অস্ত্রসহ চার ছিনতাইকারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় সামুরাই, চাপাতি, মোবাইল ফোন ও একটি সিএনজিচালিত অটোরিকশা ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

আটকরা হলেন, ছিনতাইকারী দলনেতা মো. মাইনুদ্দিন (২০), মো. মেহেদী হাসান মিরাজ (২৭), মো. আরমান (২০) ও মো. আকাশ আহম্মেদ (১৯)।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাজধানীর বসিলা ব্রিজ সংলগ্ন এলাকায় রাতে অভিযান চালানো হয়। অভিযানে একটি শিল্প প্রতিষ্ঠানের ডেলিভারির পিকআপভ্যানে অস্ত্র ঠেকিয়ে ৬ লাখ ৭৭ হাজার টাকা ছিনতাই করে পালানোর সময় ছিনতাই চক্রের দলনেতাসহ ৪ জনকে আটক করা হয়।  

তিনি আরও জানান, আটকরা দিনের বেলায় আত্মগোপনে থেকে রাতের বেলায় ছিনতাই ও চাঁদাবাজি করতো। তথ্য যাচাই বাছাই করে র‌্যাব এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।  

আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।