ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে নসিমনের চাপায় মাদরাসাছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
নোয়াখালীতে নসিমনের চাপায় মাদরাসাছাত্রের মৃত্যু

নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলায় ক্লাস শেষে বাড়ি ফেরার পথে নসিমনচাপায় আল-আমিন সিফাত (১২) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার নেয়াজপুর ইউনিয়নের কালিরহাট-মাইজদী সড়কের কালামিয়ার পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সিফাত উপজেলার নেয়াজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের করিমপুর গ্রামের শেখ আহমদ বাড়ির অটোরিকশার চালক সহিদ উল্যার ছেলে। সে স্থানীয় ছনখোলা আলামিয়া ইসলামিয়া আলিম মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

ছনখোলা আলামিয়া ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মো. ইয়াকুব মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল সাড়ে ৩টার দিকে মাদরাসা ছুটি দিয়ে দেওয়া হয়। এরপর সিফাত তার সহপাঠীদের সঙ্গে হেঁটে বাড়ি ফিরছিল। পথে কালামিয়ার পোলের কাছে মাইজদী থেকে কালিরহাটগামী বেপরোয়া গতির একটি নসিমন (তিন চাকার যানবাহন) তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সিফাত ঘটনাস্থলেই মারা যায়।  

সুধারাম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম চৌধুরী জানান, এ ব্যাপারে কেউ পুলিশকে কিছু জানায়নি।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।