ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাচোল উপজেলা চেয়ারম্যানসহ আ. লীগের ২৬ নেতার নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
নাচোল উপজেলা চেয়ারম্যানসহ আ. লীগের ২৬ নেতার নামে মামলা

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাসসহ ২৬ নেতার নামে চাঁদাবাজি, ককটেল বিস্ফোরণ ও হত্যাচেষ্টার মামলা হয়েছে।

এ মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে স্থানীয় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকে।

 

সোমবার (২১ অক্টোবর) বিকেলে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম।

এর আগে গত রোববার (২০ অক্টোবর) রাতে ফতেপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের সুলতান আলীর ছেলে বিএনপি নেতা এস্তাব আলী (৫২) বাদী হয়ে নাচোল থানায় মামলাটি দায়ের করেন।

মামলার অন্যতম আসামিরা হলেন-সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি আবু বক্করের দুই ছেলে মাসুম ও বেনজির, সদর ইউপির সাবেক ইউপি সদস্য মেশবাউল, পশ্চিম মির্জাপুর গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম টুনা (ইউপি সদস্য) ছাত্রলীগের পলাশসহ অন্যরা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০২৩ সালের ৪ মে সকাল ১১টার দিকে ফতেপুর ইউনিয়নের মাড়কৈল গ্রামে কুদ্দুসের আমবাগানে বাদীর কাছে আব্দুল কাদের চাঁদা দাবি করেন। বাদী চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে আব্দুল কাদেরের হুকুমে অন্যান্য আসামিরা বাগানে অনধিকার প্রবেশ করে এবং ইউপি সদস্য মেশবাউলের হাতে থাকা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। বাদী চাঁদা দিতে আবারও অপরাগতা জানালে অন্যান্য আসামিরা বাদীকে হত্যার উদ্দেশ্যে জখম করে এবং আমবাগানের ক্ষতি সাধন করে। সেসময় তিনি মামলা করতে পারেননি। এ কারণে গত রোববার এস্তাব আলী বাদী হয়ে ২৬ জন আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ করে নাচোর থানায় মামলাটি দায়ের করেন।

এ বিষয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম বলেন, চাঁদাবাজি, বিস্ফোরণ, জখমসহ হত্যাচেষ্টার অভিযোগে থানায় ২৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা রুজু করা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।