ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
মোহাম্মদপুরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর কাটাসুর এলাকার একটি বাসায় বাথরুমে পানিভর্তি বালতিতে পড়ে এক বছরের শিশুর মুত্যু হয়েছে। শিশুটির নাম হুমাইশা।

ঘটনার সময় শিশটির মা রান্নাঘরে ছিলেন।

সোমবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কাটাসুরের ৫/১ নম্বর ৬ তলা নিজেদের বাড়ির ৩ তলার বাসায় এ ঘটনা ঘটে।

শিশুটির নানি ইয়াসমিন বেগম জানান, বিকেলে বাসায় ছিল শিশুটির মা আসমা ইসলাম শিমু ও শিশুটির ৯ বছর বয়সী ভাই। ঘটনার আগ মুহূর্তে মা রান্না করছিলেন আর ভাই রুমে ছিল। কিছুক্ষণ পর হুমাইশাকে রুমের কোথাও দেখতে না পেয়ে বাথরুমে গিয়ে দেখেন, পানি ভরা বালতিতে উপুর হয়ে পড়ে আছে।  

স্বজনরা জানান, সঙ্গে সঙ্গে সেখান থেকে তুলে স্থানীয় আল-মানারাত হাসপাতালে নেওয়া হয় শিশুটিকে। তবে অবস্থার অবনতি দেখে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক ইসিজি করে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশুটির বাবার রতন মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে রতন মোটরস নামে একটি দোকান রয়েছে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটির মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।