ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কালকিনিতে ছিনতাইয়ের অভিযোগে তিন নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
কালকিনিতে ছিনতাইয়ের অভিযোগে তিন নারী আটক

মাদারীপুর: মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় অর্ধ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়ার সময় তিন নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।  

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে কালকিনি থানার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

 

আটকরা হলেন, মোসা. পারভীন বেগম (২২), শিল্পী বেগম (২২) ও নিপা বেগম (২৩)। তারা সবাই বরিশালের বিমানবন্দর থানা এলাকার রামপাড়াপট্টির বেদে সম্প্রদায়ের সদস্য।

জানা গেছে, কালকিনি থানার মোড় এলাকা লন্ডন শপিং মলে কেনাকাটা করতে আসা এক নারীর ভ্যানিটি ব্যাগ জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে নারী ছিনতাইকারী চক্র। আতঙ্কে চিৎকার শুরু করে ভুক্তভোগী। বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে ছিনতাইকারীদের ধাওয়া করে আটক করে পারভীন, শিল্পী ও নিপা নামে তিন নারীকে। পরে আটক তিনজনকেই পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন বলেন, তিন নারী ছিনতাইকারীকে আটকের পর স্থানীয়রা পুলিশের হাতে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পরে আদালতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।