ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৩৭ রোহিঙ্গার অনুপ্রবেশ ঠেকাল বিজিবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪
৩৭ রোহিঙ্গার অনুপ্রবেশ ঠেকাল বিজিবি ফাইল ছবি

কক্সবাজার: কক্সবাজারে টেকনাফের নাফ নদী সংলগ্ন সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিলেন ৩৭ রোহিঙ্গা। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় তারা ঢুকতে পারেননি।

শনিবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী এলাকার নাফ নদী সীমান্ত পয়েন্টে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

তিনি বলেন, শনিবার রাতে টেকনাফে নাফ নদী পয়েন্টে বিজিবির সদস্যদের নিয়মিত নদরদারি অব্যাহত ছিল। একপর্যায়ে বিজিবি দেখতে পায়, নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করে কয়েকটি নৌকায় রোহিঙ্গা সদস্যরা অনুপ্রবেশ করছেন।

নৌকাগুলো নাফ নদীর তীরে পৌঁছালে বিজিবির সদস্যরা রোহিঙ্গাদের অনুপ্রবেশে বাধা দেয়। পরে নৌকাগুলো শূন্যরেখা পেরিয়ে মিয়ানমার দিকে পালিয়ে যায়। নৌকায় থাকা রোহিঙ্গাদের মধ্যে ১৯ শিশু, ১১ নারী ও ৮ পুরুষ ছিলেন বলে জানান এ কর্মকর্তা।

তিনি বলেন, অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪
এসবি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।