ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাটুরিয়ায় ট্রাক উল্টে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৪
সাটুরিয়ায় ট্রাক উল্টে নিহত ১

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়ায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ওমর আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (৯ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের তারাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওরম গাজীপুর জেলার কোনাবাড়ীর কদ্দারমোড় এলাকার বাসিন্দা। তিনি দুর্ঘটনাকবলিত ট্রাকচালকের সহযোগী (হেলপার) ছিলেন।  

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মানবেন্দ্র বালো বলেন, তারাবাড়ী এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে উল্টে যায়। এতে ট্রাকে থাকা হেলপার ওমর নামে নিহত হন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।