ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আবরার ফাহাদের কবর জিয়ারত করলেন ইবি শিক্ষার্থীরা

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৪
আবরার ফাহাদের কবর জিয়ারত করলেন ইবি শিক্ষার্থীরা

ইবি: ছাত্রলীগের হামলায় নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ৫ম মৃত্যু বার্ষিকীতে তার কবর জিয়ারত করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।

সোমবার (০৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়ার কুমারখালিতে অবস্থিত আবরারের কবরস্থানে এ কর্মসূচি পালন করেন তারা।

এসময় তারা এই দিনটিকে জাতীয়ভাবে ভারতীয় আগ্রাসন বিরোধী দিবস ঘোষণার দাবি জানান।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বায়ক এসএম সুইট, সহ-সমন্বায়ক তানভীর মাহমুদ মণ্ডল, গোলাম রব্বানী ও সায়েম আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বায়ক এসএম সুইট বলেন, আবরার ফাহাদ জাতীয় ঐক্যের প্রতীক। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম শহীদ। আবরার ফাহাদরা যুগ যুগ ধরে আমাদের মাঝে বেচে থাকবে। তাদের এই দেশপ্রেম ও আত্মত্যাগ আগামী দিনের তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।